শনিবার, ৯ আগস্ট ২০১৪

ভারত যাচ্ছেন এরশাদ

Home Page » আজকের সকল পত্রিকা » ভারত যাচ্ছেন এরশাদ
শনিবার, ৯ আগস্ট ২০১৪



image_64789_0.jpgডেস্ক রিপোর্টঃসরকারি সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার ব্যক্তিগত সহকারী ও সফরসঙ্গী মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ভারতীয় এয়ারলাইনসের একটি বিমানে দিল্লির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এরশাদ।
জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে ছাড়াই এরশাদের ভারত সফর নিয়ে অসন্তোষ বিরাজ করছে বাবলুপন্থি নেতাদের মধ্যে। অনেকেই একে বাবলুর প্রতি এরশাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন।
পার্টি সূত্রে জানা গেছে, এরশাদ ভারত সফরে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ইতোমধ্যে তার পক্ষ থেকে আগে থেকেই ভারতে রয়েছেন পালিত কন্যা অনন্যা মৌসুমী। মৌসুমীর সঙ্গে বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিংয়ের বৈঠকও হয়েছে বলে জাপার একাধিক নেতা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০ জুলাই এরশাদ ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন। সে সময় তার সফরসঙ্গী ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে এরশাদ তার সফর বাতিল করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৩   ৩৫৮ বার পঠিত