বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০১৪

ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Home Page » সংবাদ শিরোনাম » ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০১৪



রাজধানীর হাতিরঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, আনুমানিক ৩০ বছর বয়সী নিহত ওই যুবক একজন সন্ত্রাসী। তবে তার নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি তারা।গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর দাবি করেন, বন্দুকযুদ্ধের পর ওই যুবকের সঙ্গে একটি পিস্তল, তিনটি গুলি ও ৪৭ হাজার টাকা পাওয়া যায়।

দুর্বৃত্তদের ব্যবহার করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি  বলেন, বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ হাতিরঝিলের রমনা অংশে দুটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়।

কিন্তু মোটর সাইকেলদুটির আরোহীরা না থেমে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একটি এক যুবক আহত হয়ে মোটরসাইকেলসহ পড়ে যায়। অন্যরা পালিয়ে যায়।

আহত যুবককে উদ্ধার করে ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৩   ৩৩৫ বার পঠিত