বুধবার, ৬ আগস্ট ২০১৪
মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের ভাতা ও সুবিধা কমলো
Home Page » আজকের সকল পত্রিকা » মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের ভাতা ও সুবিধা কমলোডেস্কঃমন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার একটি আদেশ জারি করা হয়েছে এতে বলা হয়েছে সুনির্দিষ্ট জনবল কাঠামো সম্বলিত সংস্থার প্রধান কিংবা অন্যান্য পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্তদের বিভিন্ন ক্ষেত্রের ভাতা ও সুবিধা কমলো।
দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩’ এর ১০ ধারা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পদমর্যাদার নিয়োগপ্রাপ্তরাও ভ্রমণের সময়ে দৈনিক ভাতা ৭৫০ টাকা, উপ-মন্ত্রীরা ৬০০ টাকা পেতেন। এখন থেকে তারা এ ভাতা পাবেন না। একই আইনের ১৬ ধারায় মন্ত্রীর বছরে তিন লাখ টাকা, প্রতিমন্ত্রী দুই লাখ ও উপমন্ত্রী দেড় লাখ টাকা করে অনুদান বাবদ খরচ করতে পারলেও নতুন আদেশের পর সংশ্লিষ্ট পদমর্যাদার নিয়োগপ্রাপ্তরা তা আর পাচ্ছেন না।
আইনের ১৪ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার নিয়োগ প্রাপ্তরা একজন একান্ত সচিব (উপসচিব মর্যাদার) ও একজন সহকারী একান্ত সচিব এবং তার অফিসে দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদারসহ আরও কয়েকজন কর্মচারী নিয়োগ দিতে পারেন। উপমন্ত্রীরাও একজন একান্ত সচিবসহ আরও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সুবিধা পেয়ে থাকেন। এখন এ সুবিধাগুলো তারা আর পাচ্ছেন না। নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা এখন এ সব ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, পূর্ব-অনুমোদিত সুনির্দিষ্ট জনবল কাঠামো সম্বলিত প্রতিষ্ঠান/দপ্তরের প্রধান কিংবা অন্যান্য পদে মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত যে সব ব্যক্তির প্রাধিকার পৃথক আইন/বিধি দ্বারা নির্ধারিত নয়, তাদের ক্ষেত্রে ‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩’ এর কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত ধারা ১৪ এবং স্বেচ্ছাধীন মঞ্জুরি সংক্রান্ত ধারা ১৬ প্রযোজ্য হবে না।
এ ছাড়াও বিদেশে রাষ্ট্রদূত/হাই কমিশনার ও অন্যান্য পদে নিযুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে উপরোক্ত ধারা ১৪ ও ১৬ ছাড়াও উক্ত আইনের দৈনিক ভাতা সংক্রান্ত ধারা ১০ এবং চিকিৎসা সুবিধা সংক্রান্ত ধারা ১৩ প্রযোজ্য হবে না। তারা প্রচলিত নিয়মে দৈনিক ভাতা ও চিকিৎসা সুবিধাপ্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত/উপদেষ্টাবৃন্দ এবং জাতীয় সংসদের উপনেতার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকটি সংস্থার প্রধান ও কয়েকটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন।
বাংলাদেশ সময়: ১২:১১:৩৯ ৩৫১ বার পঠিত