মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের ভাতা ও সুবিধা কমলো

Home Page » আজকের সকল পত্রিকা » মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের ভাতা ও সুবিধা কমলো
বুধবার, ৬ আগস্ট ২০১৪



image_64337_0.jpgডেস্কঃমন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার একটি আদেশ জারি করা হয়েছে এতে বলা হয়েছে সুনির্দিষ্ট জনবল কাঠামো সম্বলিত সংস্থার প্রধান কিংবা অন্যান্য পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্তদের বিভিন্ন ক্ষেত্রের ভাতা ও সুবিধা কমলো।

দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩’ এর ১০ ধারা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পদমর্যাদার নিয়োগপ্রাপ্তরাও ভ্রমণের সময়ে দৈনিক ভাতা ৭৫০ টাকা, উপ-মন্ত্রীরা ৬০০ টাকা পেতেন। এখন থেকে তারা এ ভাতা পাবেন না। একই আইনের ১৬ ধারায় মন্ত্রীর বছরে তিন লাখ টাকা, প্রতিমন্ত্রী দুই লাখ ও উপমন্ত্রী দেড় লাখ টাকা করে অনুদান বাবদ খরচ করতে পারলেও নতুন আদেশের পর সংশ্লিষ্ট পদমর্যাদার নিয়োগপ্রাপ্তরা তা আর পাচ্ছেন না।
আইনের ১৪ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার নিয়োগ প্রাপ্তরা একজন একান্ত সচিব (উপসচিব মর্যাদার) ও একজন সহকারী একান্ত সচিব এবং তার অফিসে দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদারসহ আরও কয়েকজন কর্মচারী নিয়োগ দিতে পারেন। উপমন্ত্রীরাও একজন একান্ত সচিবসহ আরও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সুবিধা পেয়ে থাকেন। এখন এ সুবিধাগুলো তারা আর পাচ্ছেন না। নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা এখন এ সব ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, পূর্ব-অনুমোদিত সুনির্দিষ্ট জনবল কাঠামো সম্বলিত প্রতিষ্ঠান/দপ্তরের প্রধান কিংবা অন্যান্য পদে মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত যে সব ব্যক্তির প্রাধিকার পৃথক আইন/বিধি দ্বারা নির্ধারিত নয়, তাদের ক্ষেত্রে ‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩’ এর কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত ধারা ১৪ এবং স্বেচ্ছাধীন মঞ্জুরি সংক্রান্ত ধারা ১৬ প্রযোজ্য হবে না।
এ ছাড়াও বিদেশে রাষ্ট্রদূত/হাই কমিশনার ও অন্যান্য পদে নিযুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে উপরোক্ত ধারা ১৪ ও ১৬ ছাড়াও উক্ত আইনের দৈনিক ভাতা সংক্রান্ত ধারা ১০ এবং চিকিৎসা সুবিধা সংক্রান্ত ধারা ১৩ প্রযোজ্য হবে না। তারা প্রচলিত নিয়মে দৈনিক ভাতা ও চিকিৎসা সুবিধাপ্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত/উপদেষ্টাবৃন্দ এবং জাতীয় সংসদের উপনেতার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকটি সংস্থার প্রধান ও কয়েকটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১২:১১:৩৯   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ