মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪

দুর্গাপুরে বাহাছাস এর মানববন্ধন

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বাহাছাস এর মানববন্ধন
মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪



manabandan-pic-durgapur.JPGস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর (নেত্রকোনা)নেত্রকোনার দুর্গাপুরে শেরপুরের এক আদিবাসী নারীকে ধর্ষনের প্রচেষ্ঠাকালে এর প্রতিবাদ করায় ঐ নারীর ভাসুরকে খুন করার প্রতিবাদে ও খুনের মামলা না নেওয়ায় দুর্গাপুরে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন(বাহাছাস)দুর্গাপুর উপজেলা শাখা দুর্গাপুর উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করেছে মঙ্গলবার।
গত ২৭ জুলাই শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের হাজং বাড়ীতে এক আদীবাসী নারীকে গভীর রাতে প্রতিবেশী আবু সাইদ নামে এক ব্যাক্তি জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। নারীর ডাকে তার ভাসুর সুবল হাজং এগিয়ে এসে লম্পট আবু সাইদকে ধরেফেলে। এ সময় আবু সাইদ সুবল হাজংকে স্পর্শকাতর জায়গায় লাথিমেরে পালিয়ে যায় এতে সুবল হাজং ঘটনাস্থলেই মারাযায়।এই খুনের ঘটনায় তার স্বজনরা ঝিনাইগাতী থানায় মামলা করতে চাইলে ওসি জানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে খুনের সত্যতা পেলে মামলা নেওয়া হবে। এ ব্যপারে একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানববন্ধন চলাকালে বক্তব্যদেন দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,বাহাছাস এর সাধারণ সম্পাদক সুজন হাজং,হাজংমাতা রাশিমনি কল্যান পরিষদের সাধারন সম্পাদক স্বপন হাজং,সুজন পৌর কমিটির সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম,সুসং ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ রেমন্ড আরেং, হাজং নারী সংগঠনের সভাপতি সন্ধারানী হাজং,জাতীয় হাজং সংগঠনের সভাপতি মিঃ খগেন্দ্র হাজং।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৯   ৩৯২ বার পঠিত