মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪

দুর্গাপুরে দ্রুত বিচার আইনে মামলা গ্রেফতার - ৪

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে দ্রুত বিচার আইনে মামলা গ্রেফতার - ৪
মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪



hospatal-durgapur-pic.jpgস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর (নেত্রকোনা)জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে তার অফিস কক্ষে মারধর করে আহত করেছে কতিপয় দুর্বৃত্ত।
সোমবার রাত্র ৮টায় লাশ বহনের জন্য এ্যামবুলেন্স দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৮ টায় লেনিন, ষ্ট্যালিন,নিলয় এর নেতৃত্বে একদল দুবৃত্ত হাসপাতালে অফিস কক্ষে এসে স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে অতর্কিতে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. একেএম সিদ্দিকুর রহমানকে ছাতা দিয়ে মাথায় হাতে ও শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপরি হামলা চালায়। এই ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পরে তাৎক্ষনিক হাসপাতাল সহ উপজেলায় কর্মরত ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া ওসি মোঃ রেজাউল ইসলাম খান সহ সকল কর্মকর্তাগন ঘটনা স্থলে চলে আসেন এবং বিষয়টি বিভাগীয় ভাবে উর্ধ্বতন মহলকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে দুর্গাপুরে অবস্থানরত স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনা স্থলে ছুটে আসেন এবং সন্ত্রাসীরা যে দলেরই হউক তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার নির্দেশ দেন এবং যে কোন মূল্যে দুর্গাপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থেকে দুর্গাপুরকে সন্ত্রাস মুক্ত করতে হবে। এ ব্যাপারে ডা: সিদ্দিকুর রহমান বাদী হয়ে ১৯ জনকে আসামী করে দুর্গাপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন, মামলা নং ০২। তারিখ ৪/৮/১৪, ধারা আইন শৃঙ্খলা বিগ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে ৫/৪(১)ধারা। পুলিশ ঘটনার রাতেই সারাসি অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন আব্দুল ছালামের ছেলে পলাশ(২৫),অলিউল্লার ছেলে শফিকুল ইসলাম(২৩),রতন সাহার ছেলে রাজেশ সাহা(২২),সুরুজ আলীর ছেলে আসাদ(২৬)।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৬   ৪০২ বার পঠিত