মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪

লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

Home Page » প্রথমপাতা » লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০১৪



index.jpgbongo-news,com মুন্সীগঞ্জে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া ঘাটের সন্নিকটে পদ্মানদীর লৌহজং চ্যানেলে মর্মান্তিক লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।”

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত সোমবার বেলা ১১টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার সময় পদ্মায় ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬।

দুর্ঘটনার পর স্পিডবোটের মাধ্যমে শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। জেলা প্রশাসনের করা তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ১১৮ জন।

দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এবং বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক উদ্ধার কার্যক্রম শুরুর নির্দেশ দে

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৫   ৩৩৮ বার পঠিত