সোমবার, ৪ আগস্ট ২০১৪

কলমাকান্দা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের বরাদ্দ আত্মসাতের অভিযোগ।

Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের বরাদ্দ আত্মসাতের অভিযোগ।
সোমবার, ৪ আগস্ট ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgফখরুলআলমখসরুকলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদের আওতাধীন বড় পুকুরটি দীর্ঘ ১৫ বছর যাবৎ কুচুরীপানায় পরিপূর্ণ হয়ে পরিবেশ দূষিত করে আসছে। এ ব্যাপারে ইতিপূর্বে পুকুরটির কুচুরীপানা পরিস্কারের জন্য একাধিকবার বরাদ্দ প্রদান করা হলেও বারংবার কাজ না করে সাকুল্য বরাদ্দ আত্মসাতের বিস্তর অভিযোগ রয়েছে। পুকুরের পানির দুর্গন্ধে উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসে কাজ কর্ম ব্যাহত হচ্ছে। নেত্রকোণা জেলা প্রশাসক তরুন কান্তি শিকদার উপজেলা পরিষদের সভায় পুকুরটির দূষিতকরণ অবিলম্বে দূর করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। উল্লেখ্য পুকুরটি পরিস্কার করে মাছের চাষ করলে বছরে ১০-১৫ লক্ষ টাকার আয়ের সংস্থান হত। একই সঙ্গে দূষিত পরিবেশ থেকে অফিস পাড়ার লোকজন সহ আগত সেবাভোগীরা ভোগান্তি হতে রক্ষা পেত। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ জানান পুকুরটি পরিস্কারের জরুরী উদ্যোগ নেয়া হবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান পুকুরটি পরিবেশ রক্ষার জন্য হুমকিস্বরূপ। পুকুরটি পুনঃসংস্কার ও পুনঃবাসনের জন্য জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২২:০৬:০১   ৪২৫ বার পঠিত