শনিবার, ২ আগস্ট ২০১৪

ইসরায়েলের হামলা কাউকেই রেহাই দিচ্ছে না, এবার প্রাণ গেল ফুটবলারের

Home Page » এক্সক্লুসিভ » ইসরায়েলের হামলা কাউকেই রেহাই দিচ্ছে না, এবার প্রাণ গেল ফুটবলারের
শনিবার, ২ আগস্ট ২০১৪



ahed11.jpgশিশু থেকে বুড়ো, শিল্পী থেকে শ্রমিক; গাজায় ইসরায়েলের হামলা কাউকেই রেহাই দিচ্ছে না। ফিলিস্তিনে ইসরায়েলের সর্বনাশা হামলা এবার কেড়ে নিল সাবেক এক ফুটবল তারকার প্রাণ।
ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তা বৃহস্পতিবার জানায়, দেশটির সাবেক ফুটবলার আহেদ জাকোত নিজের ফ্ল্যাটে ইসরায়েলের হামলায় মারা গেছেন।

বোমা আর গুলির শব্দ, বারুদের গন্ধ; এগুলো ফিলিস্তিনের মানুষের অনেক আগে থেকেই নিত্যসঙ্গী। এর মধ্যেই বল নিয়েও মাঠে নেমেছে তারা। অফুরন্ত প্রাণশক্তির অধিকারী এই ফিলিস্তিন ফুটবলারদের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন জাকোত। তাকে ফিলিস্তিনের মানুষ দেশটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করতো।

বুধবার গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলের বোমা হামলার সময় ঘুমোচ্ছিলেন জাকোত। তার বাড়িতেও আঘাত হানে বোমা। আর ৪৯ বছর বয়সী জাকোতের সেই ঘুমটা পরিণত হয় চিরঘুমে।

ফিলিস্তিনের যুব দলের নেতৃত্ব দেয়ার পর জাকোত ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেন। সেই ম্যাচে ফ্রান্স দলে মিশেল প্লাতিনিও খেলেছিলেন।

সম্প্রতি জাকোত নিজেকে কোচিং পেশায় নিয়োজিত করেছিলেন। ফিলিস্তিনের জাতীয় টেলিভিশনে একটি ক্রীড়া অনুষ্ঠানও করতেন তিনি।

বাংলাদেশ সময়: ০:২৩:১৮   ৪৫৯ বার পঠিত