বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪

দুটি স্মার্টফোন বাজারে আনছে নোকিয়া

Home Page » আজকের সকল পত্রিকা » দুটি স্মার্টফোন বাজারে আনছে নোকিয়া
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪



image_62773_0.jpgতমালঃ ডেস্ক রিপোর্টঃ বিখ্যাত মোবাইল কোম্পানি নোকিয়া তাদের নতুন স্মার্টফোন লুমিয়া ৫৩০ ও ৫৩০ ডুয়াল সিম বাজারে আনতে চলেছে। এ নতুন ফোনের স্ক্রিনের মাপ চার ইঞ্চি এবং এর রেডেলিউশন ৮৫৪x৪৮০ পিক্সেল। এ ফোন দুটির দাম প্রায় ৬৮৯০ টাকা। আগামী আগস্ট মাস থেকেই বেশ কয়েকটি দেশে এ ফোনটি পাওয়া যাবে। এ ফোনে যে ফিচারগুলো রয়েছে তার হলো-
এ ফোনটি ১.২ জিএইচজেড কোয়াড কোর স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসর ও উইন্ডোজ ৮.১ এর মাধ্যমে চলে।এতে ৫ মেগাপিক্সেলের ফিক্সড রেয়ার ক্যামেরা রয়েছে যদিও এর কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। এ ফোনে ৫১২ এমবি র‍্যাম রয়েছে ও এর ইন্টারনাল স্টোরেজ চার জিবি। যদিও ফোনটিতে ১২৮ জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে ৩.৫ অডিও জ্যাক রয়েছে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে এতে ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি সুবিধাও রয়েছে। এর ব্যাটারি ১৪৩০ এমএএইচ। নোকিয়া লুমিকা ৫৩০ ও ৫৩০ ডুয়াল সিম কমলা, সবুজ, সাদা ও ধুসর রঙে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৩৯   ৪৩০ বার পঠিত