সোমবার, ২১ জুলাই ২০১৪

গাজায় ১৩ দিন ধরে ইসরাইলি বর্বরতা অব্যাহত, নিহত ৪২০

Home Page » জাতীয় » গাজায় ১৩ দিন ধরে ইসরাইলি বর্বরতা অব্যাহত, নিহত ৪২০
সোমবার, ২১ জুলাই ২০১৪



ডেস্করিপোর্টঃ image_91417_0.jpgগাজা: ফিলিস্তিনের গাজায় গত ১৩ দিন ধরে ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রোববার। এদিন অন্তত ৯০ জন নিহত হয়েছে।এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে গত ১৩ দিনে ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৪২০ জনে।নারী ও শিশুসহ যারা নিহত হয়েছে তাদের প্রায় অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজার অদূরে অবস্থিত শেজাইয়া এলাকায় শেল হামলায় সেখানকার বেশিরভাগ বাড়িঘর ও স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শেজাইয়াতে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট-এর একজন কর্মী।

ইসরাইলি বোমা ও শেল থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে শেজাইয়ার হাজারও মানুষ।

এদিকে, গাজায় এই ইসরায়েলি হামলাকে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। ‘সহিংসতা’ বন্ধের জন্য ইসারইলকে আহ্বান জানিয়েছেন তিনি।

হামলা করে বেসামরিক মানুষ হত্যা করে ইসরাইল ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে উল্লেখ করেছেন হামাস-এর একজন মুখপাত্র সামি আবু জাহরি।

জাহরি বলেছেন, “শেজাইয়াতে ইসরাইল গণহত্যা চালিয়েছে এবং এটি একটি যুদ্ধাপরাধ।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, আক্রান্ত এলাকায় কোনো অ্যাম্বুলেন্সকে যেতে বাধা দিচ্ছে ইসরাইলি সৈন্যরা। ফলে, আহতদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না।

বিবিসি’র একজন সংবাদদাতা শেজাইয়া ঘুরে এসে জানিয়েছেন, সেখানে অ্যাম্বুল্যান্স প্রবেশের জন্য মাত্র এক ঘণ্টা যুদ্ধবিরতি হয়েছিল। এছাড়া বাকি সবসময় বৃষ্টির মত বিরামহীনভাবে চলেছে শেল বর্ষণ।

এদিকে, রোববারের ঘটনায় ১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

এছাড়া হামাস এক ইসরাইলি সেনাকে গতকাল জীবিত আটক করেছে বলে টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে হামাস-এর কাশেম ব্রিগেড-এর মুখপাত্র আবু ওবেইদা।

ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছেন কাতার-এর পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-আত্তিয়া।

ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “যতদিন প্রয়োজন হবে ততদিন এই হামলা চলবে।”

নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারো বলেছেন যে, নিজেকে রক্ষা করার অধিকার ইসরাইলের রয়েছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনায় অংশ নিতে শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যে যাবেন। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১:০৮:৩১   ৩১৫ বার পঠিত