বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০১৪
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে জার্মান
Home Page » খেলা » ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে জার্মানবঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাজিল বিশ্বকাপ জিতে ফিফা র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠে এসেছে জার্মানি। তালিকায় এর পরেই আছে মারাকানা স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
আর গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া স্পেন শীর্ষস্থান থেকে নেমে গেছে অষ্টম স্থানে।
প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম শীর্ষে উঠলো জার্মানি। বিশ্বকাপ সাফল্যের কারণে তারা এগিয়েছে এক ধাপ। আর্জেন্টিনা এগিয়েছে ৩ ধাপ।
র্যাঙ্কিংয়ের ওপরের দিকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হওয়া নেদারল্যান্ডসের। ১২ ধাপ এগিয়ে তারা আছে তৃতীয় স্থানে। আর চার ধাপ পিছিয়ে ব্রাজিল আছে এখন সপ্তম স্থানে।
ব্রাজিল ছাড়া দ্বিতীয় রাউন্ড পার করা সবগুলো দলই এগিয়েছে। চার ঘর এগিয়ে কলম্বিয়া এখন র্যাঙ্কিংয়ে চতুর্থ, বেলজিয়াম ছয় ঘর এগিয়ে পঞ্চম, ফ্রান্স সাত ঘর এগিয়ে দশম এবং কোস্টা রিকা ১২ ঘর এগিয়ে ১৬তম অবস্থানে এসেছে।
পিছিয়েছে গ্রুপ পর্ব পার করতে না পারা পর্তুগাল (সাত ঘর পিছিয়ে ১১তম), ইতালি (পাঁচ ঘর পিছিয়ে ১৪তম) ও ইংল্যান্ড (১০ ঘর পিছিয়ে ২০তম)।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৯ ৪২৭ বার পঠিত