বুধবার, ১৬ জুলাই ২০১৪

সংসদ- সচিবালয় কাজ দেখাতে ‘জানাজা নামাজে করণীয়’ শীর্ষক বৈঠক!

Home Page » জাতীয় » সংসদ- সচিবালয় কাজ দেখাতে ‘জানাজা নামাজে করণীয়’ শীর্ষক বৈঠক!
বুধবার, ১৬ জুলাই ২০১৪



s.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন জানাজা নামাজ অনুষ্ঠিত হবে তখন সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের করণীয় কী হবে সে ব্যাপারে নির্দেশনা দেবেন সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।এজন্য আগামী ২০ জুলাই সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সংসদ সচিবালয়ের সকল অতিরিক্ত সচিব ও সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মৃত্যুতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ আয়োজনের রেওয়াজ রয়েছে। কিন্তু এ বিষয়ে করণীয় নিয়ে শীর্ষ কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠক সংসদ সচিবালয়ের ইতিহাসে এই প্রথম। যে কারণে বিষয়টি নিয়ে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জানাজার নামাজ আয়োজনের বিষয়ে কার কি করণীয় সে বিষয়ে স্পিকার অনুমোদিত একটি লিখিত নির্দেশনাও আছে। তারপরও বিষয়টি নিয়ে কেন এই বিশাল আনুষ্ঠানিক বৈঠক তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘কাজ নেই তো খই বাছ’।

বৈঠক আহ্বান করে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (কমন) মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

তিনি জানান, জানাজার নামাজ আয়োজনে যেন কোনো বিঘ্নের সৃষ্টি না হয় সেজন্য এই সভার আয়োজন করা হয়েছে। সভায় অন্তত ২০ জন শীর্ষ কর্মকর্তা অংশ নিবেন।

স্পিকার অনুমোদিত নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এই বৈঠক জানতে চাইলে তিনি বলেন, ‘সকলকে বিশেষভাবে অবহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর আমি

বাংলাদেশ সময়: ১০:৪৪:৪০   ৩৭৯ বার পঠিত