রবিবার, ৫ মে ২০১৩
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নুরুন্নবী
Home Page » শিক্ষাঙ্গন » রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নুরুন্নবীরংপুর: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুরুন্নবী।
শনিবার আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে। নুরুন্নবী বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়ার স্থলাভিসিক্ত হবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবদুল জলিল মিয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৭ মে।
জানা যায়, দিনাজপুরে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন একেএম নুরুন্নবী । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি কানাডা যান। সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. এ কে এম নুরুন্নবী হবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য। এর আগে ২০০৮ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভের পর প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. লুৎফর রহমান।
এরপর ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া উপাচার্য হিসেবে নিয়োগ পান।
উল্লেখ্য, আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান দাবিতে গত ৫ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫০ ৭০০ বার পঠিত