সোমবার, ১৪ জুলাই ২০১৪
বানিয়াচংয়ে এক লাখ মাছের পোনা অবমুক্ত
Home Page » সংবাদ শিরোনাম » বানিয়াচংয়ে এক লাখ মাছের পোনা অবমুক্তবঙ্গ-নিউজ ডটকমঃ : ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ স্লোগানে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওড়ের উন্মুক্ত জলাশয়ে এক লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।সোমবার দুপুর ১টায় বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
পোনা অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক আইডিপি বানিয়াচং উপজেলা সমন্বয়কারী মো. মহসিন উদ্দিন।
এতে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, বানিয়াচং উপজেলার এসি ল্যান্ড মশিউর রহমান, ব্র্যাক এর জেলা প্রতিনিধি ফিরুজ ভূঁইয়া, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল ও জীবন কুমার রায় প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, সিলভারসহ বিভিন্ন জাতের প্রায় এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তারা জানান, উপজেলার ২০টি পয়েন্টে পর্যায়ক্রমে পাঁচ লাখ পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে অতিরিক্ত পাঁচশ টন মাছ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪২ ৩৪১ বার পঠিত