সোমবার, ১৪ জুলাই ২০১৪

সেরা খেলোয়াড় মেসি

Home Page » এক্সক্লুসিভ » সেরা খেলোয়াড় মেসি
সোমবার, ১৪ জুলাই ২০১৪



mess.JPGবঙ্গ-নিউজ ডটকমঃ খুব কাছে এসেও বিশ্বকাপের সোনালি শিরোপাটা ছোঁয়া হলো না লিওনেল মেসির। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই উজ্জ্বল আর্জেন্টিনার এই তারকা। জাদুকরী ফুটবল খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ পুরস্কার জিতেছেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
গ্রুপ পর্বের তিন ম্যাচসহ বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও সেরা খেলোয়াড় হন মেসি। দলকে ফাইনালে তুলে আনতে চার গোল করেন টানা চারবারের ফিফা বর্ষসেরা এই তারকা। সঙ্গে একটি গোলে সহায়তাও করেন।ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তিনি, কিন্তু পুরস্কারটি নেয়ার সময় মেসির চোখে মুখে ছিল হতাশা। তিনি আগেই বলেছিলেন, গোল্ডেন বল বা বুট নয়, চান বিশ্বকাপ শিরোপা।

সেমি-ফাইনালের পর ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। আর রোববার ফাইনালের পর সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

১৯৮২ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু করেছে ফিফা।

গোল্ডেন বল পেয়েছেন যারা:

সাল
নাম
দেশ

২০১৪
লিওনেল মেসি
আর্জেন্টিনা

২০১০
দিয়েগো ফোরলান
উরুগুয়ে

২০০৬
জিনেদিন জিদান
ফ্রান্স

২০০২
অলিভার কান
জার্মানি

১৯৯৮
রোনালদো
ব্রাজিল

১৯৯৪
রোমারিও
ব্রাজিল

১৯৯০
সালভাতোরে স্কিল্লাচ্চি
ইতালি

১৯৮৬
দিয়েগো মারাদোনা
আর্জেন্টিনা

১৯৮২
পাওলো রস্সি
ইতালি

বাংলাদেশ সময়: ৪:৫৯:৩৯   ৪৮৮ বার পঠিত