সোমবার, ১৪ জুলাই ২০১৪

মেসি-হিগুয়েনরা খেলবে নীল জার্সিতে

Home Page » খেলা » মেসি-হিগুয়েনরা খেলবে নীল জার্সিতে
সোমবার, ১৪ জুলাই ২০১৪



uguuuiuhuhh.jpgফুটবল ইতিহাসের জন্ম দিতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। জার্মানির সঙ্গে আজকের ফাইনাল ম্যাচে তাই নতুন জার্সিতে দেখা যাবে তাদের।রিও ডি জেনেরিও শহরের মারাকানা স্টেডিয়ামে রাত ১টায় দুইবারের চ্যাম্পিয়ন আজেন্টিনার মুখোমুখি হবে এ আসরের হট ফেভারিট জার্মানি।

নীল জার্সি কি স্মরণীয় করে রাখতে পারবে মেসিদের। এই নীল রং-ই কি তাদের অধরা স্বপ্ন পূরণের বার্তা নিয়ে এসেছে? আর কয়েকঘণ্টা পরই এসব প্রশ্নের উত্তর সবার জানা হয়ে যাবে। এখন শুধু অপেক্ষা শেষ দৃশ্যপট চিত্রায়নের!

বাংলাদেশ সময়: ০:২৪:৩৯   ৫১৫ বার পঠিত