শনিবার, ১২ জুলাই ২০১৪

ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ১

Home Page » সারাদেশ » ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ১
শনিবার, ১২ জুলাই ২০১৪



sherpur_sm_545715385.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: ময়মনসিংহের তারাকান্দা থেকে ছিনতাই হওয়া সিএনজি চালিত একটি অটোরিকশা শেরপুরের ঝিনাইগাতী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত ৯টার দিকে অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

আটক রবিন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের আছর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার ফাকরাবাদ এলাকার আছর আলীর বাড়িতে অভিযান চালায়।এসময় ছিনতায় হওয়া অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন নামে এক যুবককে আটক করে পুলিশ।

তারা আরো জানান, গত ৪ জুলাই রাতে ময়মনসিংহের তারাকান্দা থানার কাজিয়াকান্দা এলাকায় যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় উঠে। পরে চালক শফিকুল ইসলামকে গলাকেটে হত্যা করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। ছিনতায় হওয়া মোবাইলের সূত্র ধরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের রবিন মিয়াকে আটক করে এবং ছিনতায় হওয়া অটোরিকশা ও মোবাইল সেটটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বাংলানিউজকে জানান, ঝিনাইগাতী থানা পুলিশের সহায়তায়, তারাকান্দা থানা পুলিশের একটি দল রাতে অভিযান চালিয়ে ছিনতায় হওয়া অটোরিকশা ও একটি মোবাইলসহ রবিন নামে ওই যুবককে আটক করে।

এ ব্যাপারে তারাকান্দায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে আটক যুবক জানিয়েছেন, অটোরিকশা ও মোবাইল সেটটি তিনি টাঙ্গাইলের উজ্জল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। - See more at:

বাংলাদেশ সময়: ১৩:০৫:২৯   ৪৪৪ বার পঠিত