শনিবার, ১২ জুলাই ২০১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি

Home Page » আজকের সকল পত্রিকা » জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি
শনিবার, ১২ জুলাই ২০১৪



image_598742.jpgডেস্কঃশনিবার ভোরে ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর জাপানের ফুকুশিমা উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের পরপরই সুনামিও হয়েছে, তবে তা ছোট মাপের। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভোর ৪টা ২২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎসস্থল ফুকুশিমা উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ৫০ মিনিট পর সমুদ্র উপকূলে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফুকুশিমা, মিয়াগি ও ইওয়াতে উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র ভূমিকম্প অনুভূত হলেও এখনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভোররাতে ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা সম্ভব হয়নি। এ ছাড়া, ফুকুশিমার পরমাণু প্রকল্পের চুল্লি ও জ্বালানি পুলও স্বাভাবিক শীতল রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে এই অংশেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৯ হাজার মানুষ। সুনামির জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা দাইচি পরমাণু প্রকল্প।

বাংলাদেশ সময়: ১২:৩৫:২৬   ৪১৬ বার পঠিত