শনিবার, ১২ জুলাই ২০১৪
রাজশাহীতে হিজড়াদের গুরু মায়া আর নেই
Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে হিজড়াদের গুরু মায়া আর নেইবঙ্গ-নিউজ ডটকমঃ দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রাজশাহী মহানগর ও জেলা
হিজড়াদের গুরু মায়া খান (৬০) মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়া খানের মৃত্যুতে রাজশাহী মহানগর ও জেলায় অবস্থিত হিজড়াদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মায়া খানের ছোট ভাই আব্দুর রউফ জানান, মায়া খানের বাড়ি খুলনা জেলার রুপসা উপজেলার বাগমারা গ্রামে। মায়া খানের পিতার নাম মৃত আফসার উদ্দিন, মায়ের নাম গোলাপ জান বিবি। স্বাধীনতা যুদ্ধের পরপর মায়া খান বাড়ি থেকে নিরুদ্দেশ হন। এরপরে ২১ বছর বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। ২১ বছর পরে মায়া খান বাড়ির সঙ্গে যোগাযোগ করেন।
এদিকে হিজড়ারা জানান, মায়া খান প্রথমে রাজশাহীর আড়ানীতে বসবাস শুরু করেন। সেখান থেকে তিনি রাজশাহী শিরোইলে আসেন। এরপরে তিনি রাজশাহী মহানগরী ও জেলার হিজড়াদের গুরু হিসেবে পরিচিতি লাভ করেন। হিজড়াদের অধিকার আদায়ে মায়া খান ৩০ বছর ধরে কাজ করে আসছেন।
শনিবার বাদ জোহর নগরীর গৌরহাঙ্গা মসজিদে জানাজা শেষে মায়ার লাশ গৌহাঙ্গা গোরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ৪:২১:৩৯ ৪২৬ বার পঠিত