শুক্রবার, ১১ জুলাই ২০১৪

লন্ডনে থিয়েট্রেক্স বাংলাদেশ ও ‘দক্ষিণা সুন্দরী’

Home Page » বিনোদন » লন্ডনে থিয়েট্রেক্স বাংলাদেশ ও ‘দক্ষিণা সুন্দরী’
শুক্রবার, ১১ জুলাই ২০১৪



dokina_sundori_bg_508748530.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ লন্ডনের চিকেনশেড থিয়েটার ও ব্রাডি আর্টস সেন্টারে মঞ্চায়ন হতে যাচ্ছে থিয়েট্রেক্স বাংলাদেশ প্রযোজিত নাটক ‘দক্ষিণা সুন্দরী’। ১১ জুলাই চিকেনশেড থিয়েটারে এবং ১২ জুলাই ব্রাডি আর্টস সেন্টারে নাটকটির প্রদর্শনী হবে। গ্লাসগো কমনওয়েলথ গেমসের টিন ফরেস্ট থিয়েটার উৎসবের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে নাটকটি। ২৪ জুলাই গ্লাসগোতে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে।বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পটভূমিতে নির্মিত মঞ্চনাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে গীত, নৃত্য ও বাদ্য সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালী আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রুপকে। উপস্থাপনে অনুসরণ করা হয়েছে আখ্যানরীতি। কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে এক জোড়া মানব-মানবী। পুরুষ চরিত্রের নাম বনা আর নারী চরিত্র চন্দ্রে। চরিত্র দুটিতে অভিনয় করেছেন আতিকুর রহমান ও নুসরাত শারমীন।

নাটকটি লিখেছেন শাহমান মৈশান। গবেষণা উপদেষ্টা ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পোশাক পরিকল্পনা তত্বাবধানে ওয়াহিদা মল্লিক জলি, রূপসজ্জা পরিকল্পনা তত্ত্ববধানে রহমত আলী, নৃত্য বিন্যাস অমিত চৌধুরী, সংগীত পরিকল্পনায় নীলা সাহা, আলোক পরিকল্পনায় মীর্জা শাখেছেপ শাকিব ও আতিকুল ইসলাম। মুখোশ পরিকল্পনা সুশান্ত কুমার সরকার, দ্রব্য পরিকল্পনা খাঁন মো: রফিক, পট অংকন রঘুনাথ চক্রবর্তী, অভিনয় ও পোশাক পরিকল্পনায় আতিকুর রহমান, মাহজাবীন ইসলাম, নুসরাত শারমীন, সৈয়দা ইফাত আরা ও এসএম জুম্মান সাদিক এবং প্রযোজনা সহযোগিতায় ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড ও ব্রিটিশ কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৪   ৪৪০ বার পঠিত