শুক্রবার, ১১ জুলাই ২০১৪

জাপানে টাইফুন নিওগুরির তাণ্ডব :ব্যাপক ধ্বংসযজ্ঞ

Home Page » প্রথমপাতা » জাপানে টাইফুন নিওগুরির তাণ্ডব :ব্যাপক ধ্বংসযজ্ঞ
শুক্রবার, ১১ জুলাই ২০১৪



taifun.jpgবঙ্গ নিউজ ডটকম:দেশটিতে ১শ’ ৯০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে
জাপানের মূল ভূখণ্ডে গতকাল বৃহস্পতিবার টাইফুন নিওগিরি আঘাত হেনেছে। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গাছপালা উপড়ে গেছে। বহু বাড়িঘরের অর্ধেকটা পর্যন্ত কাদা-পানিতে ডুবে গেছে। হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানানো হয়েছে। টাইফুনের আঘাতে অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নোংরা পানির ঢেউয়ের হাত থেকে নিজেদের বাড়িঘর রক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের বেগ পেতে হচ্ছে। টাইফুন আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত এর আঘাতে বেশ কয়েকজন নিহত ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি টেলিভিশন এনএইচকে’র খবরে বলা হয়, টাইফুনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় ৫শ’র বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। প্রায় এক লাখ ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানানো হয়েছে। উত্তরাঞ্চলের ইয়ামাগাতা এলাকায় প্রচন্ড বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। নিওগুরি বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর একিউন নগরীর কাছে মূল ভূখন্ডে আঘাত হেনেছে। এ দ্বীপে এক লাখ ৩০ হাজার লোকের বাস। এটি দেশের বৃহত্তম হনসু দ্বীপের পাশে অবস্থিত। টোকিও ও ওসাকার মত গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরী এই হনসু দ্বীপে অবস্থিত।

টাইফুন নিওগুরি সকালের পর কিউশু অতিক্রম করে এবং আজ শুক্রবার নাগাদ হনসু দ্বীপে আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে কমপক্ষে ১শ’ ২৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায় এবং এটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে পূর্ব দিকে সরে যাচ্ছিল। সরকারি কর্মকর্তারা জানান, টাইফুনের আঘাতে প্রায় ৫০ জন আহত হয়েছে। এছাড়া ৫ জন মারা গেছেন। দেশটিতে ১শ’ ৯০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কয়েক বছর আগে সুনামিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের কাছাকাছি এলাকায় আজ শুক্রবার নাগাদ টাইফুন আঘাত হানার পূর্বাভাস দেয়া হয়। হনসুতে বিভিন্ন নদ-নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। একটি বাড়ি কাদাপানিতে তলিয়ে যায়। এতে বাড়ির ভিতরে থাকা ১২ বছরের এক শিশুর প্রাণহানি ঘটেছে।

পুলিশ জানায়, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই বয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোচি এলাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে একটি নৌকায় ৬২ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এছাড়া কিউশুর কুমামোতো এলাকায় ৮১ বছরের এক জেলে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৩:২৮:১৬   ৪২৮ বার পঠিত