শুক্রবার, ১১ জুলাই ২০১৪
চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব
Home Page » ফিচার » চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব
বঙ্গ নিউজ ডটকমঃ ঈদ উৎসবকে সামনে রেখে ওপার বাংলায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘বিন্দাস’। এপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামে গানটি এ ছবিতে ব্যবহার করা হয়েছে। আর তাই পরিচালক রাজিব কুমারের আমন্ত্রণে ছবির প্রচারণার কাজে কলকাতায় গেছেন হাবিব।তিনি জানান, সোমবার থেকে কলকাতায় ছবিটির প্রচার শুরু করেছেন। ছবিটি নিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গেও কথা বলছেন। তাছাড়া সেলফিসহ বেশকিছু ফটোসেশন করে অনলাইনের মাধ্যমেও এর প্রচার চালাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কলকাতা থেকে হাবিব আরো বলেন, ‘এখানে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার গাওয়া গানটি শহরের বিভিন্ন দোকানে ও রাস্তার মোড়ে মোড়ে শোনা যাচ্ছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের ওয়েবসাইটে ও অনলাইনেও দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। তাছাড়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওতেও সাক্ষাৎকার দেয়ার কথার রয়েছে।’ হাবিব আরো জানান, কলকাতার বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও নতুন ছবিতে গান গাওয়ার বিষয়ে কথাবার্তা চলছে। রাজিব কুমারের পরিচালনায় ‘বিন্দাস’ ছবিটিতে অভিনয় করেছেন দেব, শ্রাবন্তী, সায়ন্তীকা প্রমুখ। ছবিটি ২৫ জুলাই মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৩:০৪:২৫ ৪২১ বার পঠিত