বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪
রাঙামাটিতে নকল জুস তৈরির কারখানার সন্ধান
Home Page » সংবাদ শিরোনাম » রাঙামাটিতে নকল জুস তৈরির কারখানার সন্ধানবঙ্গ-নিউজ ডটকমঃ রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নকল জুস তৈরির কারখানার
সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তার পাশে এর সন্ধান পাওয়া যায়। এসময় বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কারখানার মালিক আব্দুল মালেক (৪৫) ও তার সহযোগী আব্দুল কাইয়ুমকে (২২) আটক করা হয়।
পুলিশ জানায়, বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইমরুল হাসাল ইবেলের নেতৃত্বে শহরের এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে জুস কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড প্রদান করেন। তার সহযোগী কাইয়ুমকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে বঙ্গনিউজকে জানান, এর আগেও কারখানার মালিককে দুইবার গ্রেফতার করা হয়েছিলো। প্রতিবার শাস্তি শেষে সে একই কাজে লিপ্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২৫:১২ ৩৪৬ বার পঠিত