বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪
বিদ্যুৎস্পৃষ্ট ৩ জনের অকাল মৃত্যু দিনাজপুরে
Home Page » সারাদেশ » বিদ্যুৎস্পৃষ্ট ৩ জনের অকাল মৃত্যু দিনাজপুরেবঙ্গ-নিউজ ডটকমঃ দিনাজপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কিসমত মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিসমত মাধবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সাব্বির হোসেন শুভ (১৮), মোজাম্মেল হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন (৪০) ও মফিজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (২২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের নাম জানা যায়নি। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সাব্বির হোসেন শুভ বাড়ির পাশের পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য বৈদুতিক সেচযন্ত্র চালু করেন। তার দিয়ে তাদের বাড়ি থেকে এই বিদ্যুৎ সংযোগ নিয়ে আসেন তিনি।
বিকেলে এই বিদ্যুতের তারে হঠাৎ করে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তাকে উদ্ধার করতে গেলে মোসাদ্দেক হোসেন ও সাদেকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় আহত আরো দুই জন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।
বাংলাদেশ সময়: ২১:১৯:৩৩ ৩৩১ বার পঠিত