বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪

টেকনাফে পিস্তলসহ যুবক আটক

Home Page » সংবাদ শিরোনাম » টেকনাফে পিস্তলসহ যুবক আটক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪



taknaf.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি পিস্তলসহ সৈয়দুর রহমান (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীডেইল এলাকার নুরুল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে এ পিস্তল উদ্ধার করা হয়।

আটক সৈয়দুর ওই বাড়ির মালিক নুরুল আমিনের ছেলে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল প্রবাসী নুরুল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলসহ সৈয়দুরকে আটক করে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৫   ৩৯০ বার পঠিত