
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪
নড়াইলের কালিয়ায় কমলা চাষের ব্যাপক সম্ভাবনা
Home Page » এক্সক্লুসিভ » নড়াইলের কালিয়ায় কমলা চাষের ব্যাপক সম্ভাবনাবঙ্গ-নিউজ ডটকমঃ : প্রতিটি ফলমূল ও শাকসবজি সময় ও স্থানভেদে হয়ে থাকে। একেকটি এলাকা একেক ধরনের ফলের জন্য বিখ্যাত। কিন্তু এমন কিছু ফল আছে যা দেশের নির্দিষ্ট অঞ্চল ছাড়া হয় না। সুঘ্রাণ, উজ্জল রং আর সুমিষ্ট রসালো ফলের কথা মনে হলেই যে ফলটি আমাদের চোখের সামনে ভেসে উঠে তার নাম কমলা লেবু। ভিটামিন সি আর ঔষধিগুণ সম্পন্ন ফলটি সব বয়সী মানুষের পছন্দ । সাধারনত দেশের পাহাড়ী অঞ্চলেই কমলার বানিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। কিন্তু সবাইকে অবাক করে নড়াইল এর কালিয়াতে একটি গাছে ধরেছে প্রচুর কমলা।কালিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার মানব ঘোষের বড় কালিয়ার বসত বাড়ির আঙিনায় একটি গাছে কমলাগুলো ধরেছে। কমলার ভারে নূয়ে পড়েছে গাছটির ডালপালা। সম্প্রতি কমলাগুলো পাকতে শুরু করেছে। অনেক বোটায় ৬টিরও বেশী কমলা ধরতে দেখা গেছে। কমলাগুলোর আকার স্বাভাবিক কমলার মতই, স্বাদও স্বাভাবিক এবং যথেষ্ট মিষ্টি। এর আগে এ অঞ্চলের মানুষের বদ্ধমূল ধারনা ছিল এই এলাকায় কমলা গাছ হয় না, হলেও ফল ধরে না। কিন্তু তাদের ধারনা ভুল প্রমাণিত করেছে গাছটি। প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসছেন এই কমলা গাছটি দেখতে। বাণিজ্যিকভাবে কেউ কালিয়ার মাটিতে কমলা চাষ করলে সহজেই স্বাবলম্বী হওয়া যাবে বলে আশাবাদি কৃষি কর্মকর্তারা।
কমলা গাছের মালিক মানব ঘোষের সাথে কথা বলে জানা যায়, গাছটি তার ছেলে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র নান্টু ঘোষ লাগিয়েছিলেন ৬ বছর আগে। তখন থেকেই নিয়মিত পরিচর্যা করে আসছেন। বিগত তিন বছর ধরে কমলা হচ্ছে। প্রথম বছর ২০ টির মত, ২য় বছর ১০০টির মত এবং এ বছর ৫০০ টিরও বেশী কমলা ধরেছে। তিনি আরও জানান, গাছটি মিশ্র মাটিতে লাগানো হয়েছিল। গোয়াল ঘরের পাশে হওয়ায় গোবর থেকে প্রচুর জৈব সার পেয়েছে।
কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বললে তারা জানান, তারাও কমলার চাষ করতে উদ্বুদ্ধ হয়েছেন। ফলটির যেমন আছে খাদ্যমান ও চাহিদা, তেমনি আছে মূল্যমানও। বাড়ির আঙ্গিনায় কমলাগাছ যথেষ্ট সৌন্দর্য বর্ধক, আর কমলা ধরলেতো বাড়ির শ্রী আরও বহুগুন বাড়িয়ে তোলে। প্রথমে পরীক্ষামূলক এবং পরে বানিজ্যিকভাবে কমলার চাষ করার পক্ষে মত দেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. খালিদ সাইফুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের প্রায় এক ডজন কর্মকর্তা গত ২০ নভেম্বর বিকালে কমলা গাছটি পরিদর্শন করেছেন। কমলার আকার কিভাবে আরো বড় করা যায় সে ব্যাপারে কৃষি কর্মকর্তা পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।
সুত্রঃ জাহাঙ্গীর শেখ, নড়াইল
বাংলাদেশ সময়: ১৬:১০:৩৮ ৪০৪ বার পঠিত