বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪
নারীদের আরো উদ্যমী হতে প্রধানমন্ত্রীর আহ্বান
Home Page » প্রথমপাতা » নারীদের আরো উদ্যমী হতে প্রধানমন্ত্রীর আহ্বানবঙ্গ-নিউজ ডটকমঃ: নারীদের আরো উদ্যমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নারীদেরকে নিজস্ব সামর্থ্যের ওপর আস্থা রাখতে হবে। যোগ্যতা দিয়েই সমাজে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে হবে।
নারীদের উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি
নারীদেরও অবদান রাখতে হবে। নারীদের সেভাবে তৈরি হতে হবে, দেশের প্রতিটি নারীকে সামর্থ্য অর্জন করতে হবে, শিক্ষিত হবে।
নারী ও শিশুদের উন্নয়নের মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব বলে মনে তরেন তিনি।
এসময় নারী ও শিশুদের উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন
কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩:১০:০৯ ৩৭৭ বার পঠিত