বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন

Home Page » শিক্ষাঙ্গন » সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪



satkhira_map_3472050581.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- তানভীর আহমেদ জীম, অরুপ কুমার দেবনাথ, তাকি জাওয়াদ দিহান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলে, প্রশ্নপত্র ফাঁস রোধে বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত কোনো কার্যকর সুফল বয়ে আনবে না। বরং এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বিরতিহীনভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি পেশ করে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪২   ৩৪৬ বার পঠিত