বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪

আর্জেন্টিনার জয় , দর্শক-ভক্তের জয়

Home Page » খেলা » আর্জেন্টিনার জয় , দর্শক-ভক্তের জয়
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০১৪



pic29.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুললেন গোলরক্ষক সের্হিও রোমেরো। দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠে সমানে সমানে লড়াইয়ের পর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে পরাস্ত করে মারাকানা স্টেডিয়ামে লাতিন আমেরিকার উপস্থিতি নিশ্চিত করলো লিওনেল মেসির দল।রিও দে জেনেইরোর মারাকানায় রোববারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিলকে আগের সেমি-ফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করা জার্মানি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ডাচদের দুটি শট ঠেকিয়ে দেন রোমেরো। নিজেদের পেনাল্টি শটগুলো ঠিকঠাক নিয়ে ৪-২ ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা।

শেষবার আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে। সেমি-ফাইনালে স্বাগতিকদের টাইব্রেকারেই হারিয়ে ফাইনালে এই জার্মানিরই মুখোমুখি হয়েছিল দিয়েগো মারাদোনার দল।

১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতা আর্জেন্টিনা ১৯৯০ সালে হেরেছিল। আর গত দুই বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে এই জার্মানির কাছে হেরেই বিদায় নিয়েছিল দুই বারের চ্যাম্পিয়নরা।

বুধবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় আরিয়েন রবেন, রবিন ফন পের্সিদের অকার্যকর করে রেখেছিলেন এসেকিয়েল গারায়, মার্তিন দেমিচেলিস, পাবলো সাবালেতারা। মিডফিল্ডার ভেসলি স্নেইডারও পেরে উঠেননি হাভিয়ের মাসচেরানোর সঙ্গে তাই নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়েও তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি রোমেরোকে।

অন্যদিকে রুন ভ্লার, ডি ভ্রেই, ব্রুনো মার্টিন্স, ডারিল ইয়ানমাতদের সতর্ক পাহারায় ছিলেন মেসি। নিজে গোলকরার মতো সুযোগ না পেলেও সতীর্থদের চমৎকার কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন এই ফুটবল জাদুকর।

ডানদিক থেকেই বেশি আক্রমণ গড়ছে আর্জেন্টিনা। কিন্তু এসেকিয়েল লাভেস্সি, এনসো পেরেসরা বিপজ্জনকভাবে ডাচদের রক্ষণ সীমায় ঢুকলেও তাদের ক্রসগুলো গনসালো হিগুয়ান পর্যন্ত পৌঁছাতে পারেনি। নাপোলি স্ট্রাইকারকে সতর্ক পাহারায় রেখেছিলেন নেদারল্যান্ডসের সেন্ট্রাল ডিফেন্ডাররা।

প্রথম সেমি-ফাইনালের মতো তাই একতরফা খেলা দেখা যায়নি। রক্ষণ সামলে রেখে আক্রমণ গড়েছে দুই দলই।

১৫তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে লিওনেল মেসির চমৎকার ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাঁ প্রান্তে মার্কোস রোহোকে চমৎকার একটি পাস দিয়েছিলেন মেসি। ডি বক্সে ঢুকে পড়েছিলেন হিগুয়াইন। কিন্তু রোহোর ক্রস তার মাথার অনেক উপর দিয়ে চলে যায়।

৫৮তম মিনিটে আর্জেন্টিনার ভালো একটি সুযোগ আক্রমণ ঠেকিয়ে দেন স্টেফান ডা ভ্রেই। ডান দিক থেকে লাভেস্সির ক্রস ডি বক্সে হিগুয়াইনকে খুঁজে পাওয়ার আগেই ফিরিয়ে দেন ফেইয়েনুর্ডের ডিফেন্ডার।

৭৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পান হিগুয়াইন। এনসো পেরেসের ক্রসে ডি বক্সের ভেতরে পা লাগাতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

যোগ করা সময়ে আর্জেন্টিনাকে বাঁচান হাভিয়ের মাসচেরানো। স্নেইডারের ডিফেন্স চেরা পাস ডি বক্সে ছুটে এসে নিয়ন্ত্রণে নেন আরিয়েন রবেন। শট নিতে একটু দেরি করেন বায়ার্ন মিউনিখ তারকা ততক্ষণে মাসচেরানো দৌঁড়ে এসে তার শটে পা ঠেকিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে নেদারল্যান্ডস। কিন্তু রোমেরোকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

১০৫তম মিনিটে ম্যাক্সি রদ্রিগেস নেদারল্যান্ডসের খেলোয়াড়দের মাথার ওপর দিয়ে বল বাড়ান পালাসিওকে। সিলেসেনকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি ইন্তার মিলান স্ট্রাইকার। তার দুর্বল হেড ঠেকাতে কোনো সমস্যাই হয়নি ডাচ গোলরক্ষকের।

দুই মিনিট পর মেসির ক্রস থেকে দারুণ একটি সুযোগ পান রদ্রিগেস। তার হাফভলিতে তেমন জোর ছিল না।

কোস্টা রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শেষ সময়ে সিলেসেনের বদলে বিশেষজ্ঞ গোলরক্ষক টিম ক্রুলকে নামিয়েছিলেন লুইস ফন গাল। সেই ম্যাচে দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন নিউক্যাসেলের এই গোলরক্ষক। এবার মূল গোলরক্ষকের ওপরই আস্থা রেখেছিলেন তিনি।

রুন ভ্লারের প্রথম শটটি বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রোমেরো। রবেনের পরের শটটি ঠেকাতে পারেননি তিনি। স্নেইডারের তৃতীয় শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনার স্বপ্ন উজ্জ্বল করে তুলেন রোমেরো। ড্রিক কুইটের পরের শটটি লক্ষ্যে পৌঁছালে আশা টিকে থাকে ডাচদের। কিন্তু মেসিরা কেউ ভুল করেননি।

আর্জেন্টিনার পক্ষে প্রথম তিন শটে সিলেসেনকে পরাস্ত করেন মেসি, গ্যারায় ও আগুয়েরো। রদ্রিগেসের চতুর্থ শট থেকে গোল হতেই আনন্দে ফেটে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকরা।

মেসির আনন্দটাই বেশি করে চোখে পড়লো। ফুটবল ইতিহাসে অমরত্ব পাওয়ার মঞ্চে উপস্থিতি নিশ্চিত হলো যে এই ফুটবল জাদুকরের।

স্পেনকে উড়িয়ে দেয়ার চমক দেখিয়ে টুর্নামেন্ট শুরু করা নেদারল্যান্ড শনিবার তৃতীয় স্থানের জন্য লড়বে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৩৫   ৪১৩ বার পঠিত