বুধবার, ৯ জুলাই ২০১৪
বাগদাদের দক্ষিণে অর্ধশত গুলিবিদ্ধ মৃতেদহ উদ্ধার
Home Page » বিশ্ব » বাগদাদের দক্ষিণে অর্ধশত গুলিবিদ্ধ মৃতেদহ উদ্ধারবঙ্গ-নিউজ ডেস্কঃ ইরাকি কর্মকর্তারা বলছেন, বাগদাদের দক্ষিণে তারা অন্তত ৫০ জনের বুলেটবিদ্ধ মৃতদেহ খুঁজে পেয়েছেন।প্রধানত শিয়া অধ্যুষিত হিলা শহরের বাইরে এই মৃতদেহগুলো পাওয়া গেছে, তবে এই হত্যাকাণ্ডের কোন কারণ এখনো জানা যায় নি।
নিহতদের অনেকেরই চোখ বাঁধা ছিল, হাতও পিছমোড়া করে বাঁধা ছিল।
ইরাকে সুন্নি বিদ্রোহীরা সম্প্রতি দেশটির অনেক অঞ্চল দখল করে নেওয়ার প্রেক্ষাপটে সংবাদদাতারা বলছেন, এই ঘটনাটি ২০০৬ এবং ২০০৭ সালের শিয়া-সুন্নি দাঙ্গার কথা মনে করিয়ে দিচ্ছে।
ইরাকের পুলিশ বলছে, হিল্লার হামজা আল-ঘারবি এলাকা থেকে এই দেহগুলো উদ্ধার করা হয়।
এদের হাত পেছনে বাঁধা ছিল এবং বুকে আর মাথায় ছিল গুলির ক্ষত।
কিন্তু এরা কারা, কোথা থেকে এদের আটক করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না।
রাজধানী বাগদাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে
কর্মকর্তারা বলছেন, এই হত্যার পেছনে কী কারণ রয়েছে সে সম্পর্কেও তারা এখনো পরিষ্কার নন।
তবে ইরাকি সরকারের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাটি এখন তদন্ত করে দেখা হচ্ছে।
যে এলাকা থেকে দেহগুলো উদ্ধার করা হয়েছে সেখানে সুন্নি বিদ্রোহীদের কোন তৎপরতা ছিল না।
ইরাক থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, ২০০৬ এবং ২০০৭ সালে সেদেশে যে জাতিগত সহিংসতা ঘটেছিল সেই সময়ে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।
সাদ্দাম সরকারের পতনের পর হিল্লার উত্তরে বাবিল প্রদেশে জাতিগত দাঙ্গা এতটাই বেড়ে গিয়েছিল সে সময় ঐ এলাকাকে বলা হতো ট্রায়াঙ্গল অফ ডেথ বা মৃত্যুর ত্রিভুজ।
শিয়া-পন্থী মিলিশিয়াদের সহায়তা নিয়ে ইরাকি সরকারি বাহিনী এখন রাজধানী বাগদাদের আশেপাশে সুন্নি বিদ্রোহীদের সাথে লড়াই চালাচ্ছে।
সুন্নি জঙ্গি গোষ্ঠী আইসিস সম্প্রতি বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিশাল এক এলাকা থেকে সরকারি বাহিনীকে হঠিয়ে দিয়ে সেই জায়গাগুলো দখল করেছে।
সুত্রঃ বিবিসি
বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৯ ৩৩৪ বার পঠিত