মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪

দুর্গাপুরে ফরমালিন রোধ বিষয়ে মতবিনিময় সভা

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে ফরমালিন রোধ বিষয়ে মতবিনিময় সভা
মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪



fish-picture-durgapur.jpgতমালসাহাস্টাফরিপোর্টারবঙ্গ-নিউজডটকমঃজেলার দুর্গাপুরে মঙ্গলবার মৎস্য খামার ব্যবস্থাপনার হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে ফরমালিন রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খামার ব্যবস্থাপক গোপাল চন্দ্র দাস। সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০১৪ ( ২ থেকে ৮ জুলাই/২০১৪) পালিত হচ্ছে। এ কর্মসূচীর অংশ হিসাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা( অতি: দায়িত্ব) আ.ন.ম আশরাফুল কবীর, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল, এস এম রফিকুল ইসলাম, নিতাই সাহা, নির্মলেন্দু সরকার বাবুল,আ,ফ,ম শফিউল্ল্যাাহ, এন সি সরকার,জামাল তালুকদার,ধ্রুব সরকার, সুমল সরকার, তমাল সাহা প্রমুখ। মতবিনিময় সভায সিদ্ধান্ত হয় যে, অচিরেই মাছের বাজার এবং ফলের বাজারে বিধি অনুযায়ী ফরমালিন চেক করার ব্যবস্থা নেওয়া হবে এবং কারেন্ট জাল বিক্রির বিষয়েই মোবাইল কোর্ট করার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৩   ৪১০ বার পঠিত