রবিবার, ৫ মে ২০১৩
লাঠি পতাকা হাতে মিছিল
Home Page » প্রথমপাতা » লাঠি পতাকা হাতে মিছিলঢাকার প্রবেশ পথগুলো অবরোধ করে রাখা হেফাজত কর্মীদের হাতে দেখা গেছে লাঠি আর জাতীয় পতাকা।হেফাজতে ইসলামের এই অবরোধে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার ভোরে ফজরের নামাজের পরপরই বাঁশ ও লাঠি হাতে কর্মীরা রাস্তায় নামলেও কোথাও গোলোযোগের খবর পাওয়া যায়নি।
অবরোধের স্থানগুলোর আশপাশে বিপুল সংখক পুলিশ রয়েছে। রাস্তায় ব্যারিকেডও বসিয়েছে তারা।
ভোরে অবরোধ কর্মসূচি শুরুর পর প্রবল বৃষ্টির মধ্যে ১৩ দফা দাবির পক্ষে স্লোগান চালিয়ে যায় হেফাজত কর্মীরা।
যাত্রাবাড়ি ও ডেমরাতে অবরোধস্থলে বেশিরভাগ হেফাজতকর্মীর হাতেই রয়েছে বাঁশের লাঠি। তবে এসব লাঠির সঙ্গে বেশকিছু জাতীয় পতাকাও দেখা গেছে। বড় কয়েকটি জাতীয় পতাকা হাতে নিয়েও উপস্থিত হয়েছেন কেউ কেউ।
এছাড়া ১৩ দফা দাবির সপক্ষে হেফাজত কর্মীরা ট্রাকে মঞ্চ বানিয়ে মাইকে বিভিন্ন স্লোগান দিনচ্ছে।
উত্তরা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অবরোধ করে রাখা হেফাজতের কর্মীদের অনেকের হাতেই বাঁশ ও গজারি লাঠি রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৬:৪২ ৫২০ বার পঠিত