মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

Home Page » শিক্ষাঙ্গন » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলা)
মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪



somopone.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিংহ বললেই কীসের কথা মনে হবে?

সুন্দরবনের প্রাণী

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’। এসো তাহলে শুরু করা যাক।

প্রশ্ন : এককথায় প্রকাশ কর।

১. যা লোপ পেয়েছে,
২. যার মূল্য নির্ধারণ করা যায় না,
৩. যা প্রয়োগ করা যায়,
৪. শাস্তি পাওয়ার যোগ্য,
৫. যা করা প্রয়োজন,
৬. যা নিষেধ করা হয়েছে।

উত্তর :
১. যা লোপ পেয়েছে_ অবলুপ্ত
২. যার মূল্য নির্ধারণ করা যায় না_ অমূল্য
৩. যা প্রয়োগ করা যায়_ প্রযোজ্য
৪. শাস্তি পাওয়ার যোগ্য_ দ-নীয়
৫. যা করা প্রয়োজন_ কর্তব্য
৬. যা নিষেধ করা হয়েছে_ নিষিদ্ধ।

প্রশ্ন : প্রদত্ত বাক্য দুটি পড় এবং দাগ দেয়া শব্দগুলোর পদ নির্ণয় কর।

মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না।

উত্তর :
নির্বাচিত শব্দ পদ
ক্ষতিকর বিশেষণ পদ
শকুন বিশেষ্য পদ
সে সর্বনাম পদ
খেয়ে ফেলে ক্রিয়া পদ
ছাড়া অব্যয় পদ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও_

প্রশ্ন : সিংহ বললেই কীসের কথা মনে হবে?

উত্তর : সিংহ বললেই আফ্রিকার কথা মনে হবে।

প্রশ্ন : বাঘের কথা শুনলেই কীসের কথা মনে হবে?

উত্তর : বাঘের কথা শুনলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হবে।

প্রশ্ন : বাঘের কথা শুনলেই কেন রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হবে?

উত্তর : বাঘের কথা শুনলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হওয়ার কারণ হচ্ছে, পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা মিললেও বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই। আমাদের রয়েল বেঙ্গল টাইগার অনন্য ও তুলনাহীন।

প্রশ্ন : রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে একসময় আর কী কী বাঘ ছিল?

উত্তর : রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে একসময় প্রচুর চিতাবাঘ ও ওলবাঘ নামের আরো একধরনের বাঘ ছিল। - See more at:

বাংলাদেশ সময়: ১০:১১:৫৮   ৫৪৮ বার পঠিত