সোমবার, ৭ জুলাই ২০১৪

শিল্পপতির বাড়ি থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

Home Page » সংবাদ শিরোনাম » শিল্পপতির বাড়ি থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার
সোমবার, ৭ জুলাই ২০১৪



suicide-hanging_17849_6724.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  রাজধানীর বনানীতে কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত

 গৃহপরিচারিকার নাম শারমিন (১৬)। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার রংপুর গ্রামে।

বনানী থানার এসআই মনিরুজ্জামান জানান, বনানীর আই ব্লকে হাউজ নং ৩৬, রোড নং ১, বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হোসেনের বাড়িতে দেড় বছর ধরে কাজ করত শারমিন। ওই ছয়তলা বাড়ি থেকে রোববার ভোররাতে শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সর্বশেষ জানা যায়, ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে যাওয়া হয়েছে। 

লাশের সঙ্গে কালো রঙের পাজেরো গাড়িতে দুইজন ব্যক্তি আসলেও তারা কোনো কথা বলেননি। নিজেদের পরিচয় দিতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশ সময়: ২১:০২:২১   ৩৬৭ বার পঠিত