সোমবার, ৭ জুলাই ২০১৪

ফরিদপুরে ট্রাক চাপায় ২ ভ্যানযাত্রীর মৃত্যু

Home Page » সংবাদ শিরোনাম » ফরিদপুরে ট্রাক চাপায় ২ ভ্যানযাত্রীর মৃত্যু
সোমবার, ৭ জুলাই ২০১৪



image_49986_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায়

 ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় দুই ভ্যান যাত্রী মারা গেছেন।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছেন আরো তিনজন। নিহত দু’জন হলেন, মানিকনগর গ্রামের দিলীপ ও ফজলু। 

ভাঙ্গা হাইওয়ে থানা উ-পরিদর্শক (এসআই) আবু আবদুল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌনে ছয়টার দিকে একটি যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে চাপা দিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায় ট্রাকটি। এসময় ওই দু’জনের লাশ উদ্ধার করা হলেও ট্রাকের নিচে আরো তিন যাত্রী চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

এর আগে সকাল ১০টায় গেরদা ইউনিয়নের মহিলা রোডে বাসের চাপায় শাহাজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৪   ৩১৮ বার পঠিত