সোমবার, ৭ জুলাই ২০১৪

ডিসিএফ’র সভায় যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » ডিসিএফ’র সভায় যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন অর্থমন্ত্রী
সোমবার, ৭ জুলাই ২০১৪



images4.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উন্নয়ন সহযোগী সংস্থার (ডিসিএফ) উচ্চ পর্যায়ের চতুর্থ সভায় অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন অর্থমন্ত্রী

 আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া তার সফরসঙ্গী হচ্ছেন।


সোমবার অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে জানানো হয়, ডিসিএফ’র সভায় অংশ নিতে অর্থমন্ত্রী আগামী মঙ্গলবার সকাল ৮টা ৭ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দুপুরে দুবাই বিমানবন্দরে পৌঁছে দুবাই আন্তর্জাতিক হোটেলে উঠবেন তিনি। ওইদন হোটেলে থেকে আগামী ৯ জুলাই বেলা ২টা ৫০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে দুবাই ত্যাগ করবেন। নিউইয়র্ক পৌঁছে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন।

 

আগামী ১০ ও ১১ জুলাই উন্নয়ন সহযোগী সংস্থার (ডিসিএফ) উচ্চ পর্যায়ের চতুর্থ সভায় অংশ নিবেন। আগামী ১৪ জুলাই দুবাইয়ের উদ্দেশ্যে তিনি নিউইয়র্ক ত্যাগ করবেন। ১৫ জুলাই তিনি দুবাই অবস্থান করে ১৬ জুলাই ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করবেন। 

 

বাংলাদেশ সময়: ২০:১১:৪২   ৩৫৩ বার পঠিত