সোমবার, ৭ জুলাই ২০১৪

ঝিনাইদহের সর্বজন শ্রদ্ধেয়া আপা আর নেই

Home Page » আজকের সকল পত্রিকা » ঝিনাইদহের সর্বজন শ্রদ্ধেয়া আপা আর নেই
সোমবার, ৭ জুলাই ২০১৪



image_58902_0.jpgডেস্কঃঝিনাইদহের সর্বজন শ্রদ্ধেয়া ‘আপা’ আর নেই। বার্ধক্য জনিত রোগে সোমবার দুপুর ৩.৫০ টার ঢাকার মিডফোর্ড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না নিন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন সর্বস্তরের মানুষের কাছে ‘আপাজী’ নামে পরিচিত ছিলেন। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল প্রগতিশিল আন্দোলনের নেত্রী ছিলেন। বর্তমান তিনি মহিলা পরিষদ- ঝিনাইদহ জেলা শাখা, নারী সমাজকল্যান সমিতির সভাপতি সহ ঝিনাইদহের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।শনিবার রাতে অসুস্থ বোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রবিবার ঢাকার মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে আজ দুপুর ৩.৫০ টার দিকে আপাজী শেষ নিশ্বাস ত্যাগ করেন।ঝিনাইদহ পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম ডাক্তার কে. আহাম্মদের স্ত্রী মনোয়ারা খাতুন মৃত্যুকালে তিন ছেলে, আত্মিয়স্বজন সহ দেশ- বিদেশে অসংখ্য ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বর্তমানে আমেরিকা প্রবাসী মঞ্জুর আহমেদ আপাজীর বড় ছেলে। মেঝ ছেলে মোস্তাক আহাম্মদ রনজু অধ্যাপনা করেন এবং ছোট ছেলে মাসুদ আহাম্মদ সনজু এজিও সংগঠক। আপাজীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ঝিনাইদহের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে রাতে ঝিনাইদহে পৌছানর পর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে লাশ রাখা হবে। ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধপ্রদর্শন শেষে মঙ্গলবার বাদ যোহর স্থানীয় উজির আলী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর ঝিনাইদহ পৌর গারস্থানে আপাজীর দাফন সম্পন্ন হবে।এদিকে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী রফিকা ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন ও তার স্ত্রী মেহের নিগার, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা সেলিম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুল মাবুদ, সাধারণ সম্পাদক নিজাম জোয়াদ্দার বাবলু, ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি এ্যাড. শেখ সেলিম, সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দীন আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্র কমিটির সভাপতি আয়েশা খানম, সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, সাংগঠনিক সম্পাদক রাখি দাস পুরাকায়স্থ, যশোর জেলা শাখার সভাপতি হাবিবা শেফাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৩   ৮৮৪ বার পঠিত