সোমবার, ৭ জুলাই ২০১৪

ফের পশ্চিমবঙ্গের আদালতে নূর হোসেন

Home Page » আজকের সকল পত্রিকা » ফের পশ্চিমবঙ্গের আদালতে নূর হোসেন
সোমবার, ৭ জুলাই ২০১৪



image_58749_0.jpgডেস্ক রিপোর্টঃনারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফের পশ্চিমবঙ্গের আদালতে হাজির করা হয়েছে। সোমবার স্থানীয় সময় (ভারতীয়) সকাল সাড়ে ৯টায় উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাকে তোলা হয়। ১৪ দিন পর তাকে আবার আদালতে হাজির করা হয়। মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিকাশ রঞ্জন দে জানান, সোমবার নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে পারে পুলিশ।
তিনি বলেন, আদালত নূর হোসেনের অনুপ্রবেশের বিচার করবেন। তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের। তবে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে। আবেদনটি ২৩ জুন আদালতের নথিভুক্ত হয়।
গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। এরপর থেকে নূর হোসেন পলাতক ছিলেন।
গত ১৪ জুন রাতে নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। বাকি দুজন হলেন ওহিদুর জামান ও খান সুমন। অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪ বিদেশি নাগরিক আইন (ফরেনারস অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২০   ৩৯১ বার পঠিত