সোমবার, ৭ জুলাই ২০১৪
ডাচদের পায়ে আর্জেন্টিনার বিদায় ??
Home Page » আজকের সকল পত্রিকা » ডাচদের পায়ে আর্জেন্টিনার বিদায় ??এমদাদ সৈকত, বঙ্গ-নিউজ: নেদারল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনাল খেলায় ওয়ার্ল্ডকাপ থেকে বিদায় নিচ্ছে আর্জেন্টিনা; আমনই মন্তব্য করলেন ওয়ার্ল্ডকাপ থেকে সদ্য বিদায় নেয়া বেলজিয়াম দলের লেফট-ব্যাক ইয়ান ভেরতোনহেন। কোয়ার্টারফাইনালে আর্জেন্টিনার সাথে ১-০ গোলে হারার পর তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নেদারল্যান্ডস অনেক শক্ত দল এবং তারা অনেক ভালো খেলে। তারা সবসময় ঠাণ্ডা মাথায় খেলে, যেটা আর্জেন্টিনাকে হারাতে সাহায্য করবে।
এই দিকে ২৪ বছর পর সেমিফিনালে উঠা আর্জেন্টিনাও এবার মরিয়া হয়ে আছে বিশ্বকাপ জয়ের খেতাব ঘরে নেয়ার পিপাসায়।
মঙ্গলবার ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২.০০ টায় ব্রাজিল বনাম জার্মানির খেলা দিয়ে শুরু হতে যাচ্ছে সেমিফিনালের প্রথম খেলাটি। পরের দিন বুধবার ৯ জুলাই রাত ২.০০ টায় আর্জেন্টিনা বনাম হল্যান্ডের খেলা দিয়ে শেষ হবে সেমিফিনালের খেলা। জানা যাবে তখনই; মরা বাঁচার এই লড়াই এ আর্জেন্টিনা এবার ফাইনালে পৌঁছায় কি না !
বাংলাদেশ সময়: ১:৩১:০০ ৩৭৮ বার পঠিত