রবিবার, ৬ জুলাই ২০১৪
২৯তম জন্মদিনের কেক কাটলেন রণবীর সিং
Home Page » বিনোদন » ২৯তম জন্মদিনের কেক কাটলেন রণবীর সিংবঙ্গনিউজ ডটকমঃ বুড়ো হতে কেইবা চায়? কিন্তু বয়সকে তো আর ধরে রাখা যায় না। পারলে সেটাই
করতেন রণবীর সিং। ৬ জুলাই ২৯তম জন্মদিনের কেক কেটে টুইটারে এ ইচ্ছার কথা জানান তিনি।
বলিউডের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পেতে চান রণবীর। আর তা নাকি শুধু তারুণ্য ধরে রাখতে পারলেই সম্ভব। টুইটাওে তিনি লিখেছেন, ‘আরেকটি জন্মদিন চলে এলো, কিন্তু আমি বুড়ো হতে চাই না।’
বয়স ধরে রাখতে না পারলেও মনের দিক দিয়ে রণবীর তরুণ থাকতে চান সবসময়। তাই আনন্দ-ফ‚র্তি করেই সারাজীবন কাটাতে চান তিনি।
রণবীর এখন জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবির কাজে ইস্তাম্বুলে আছেন। এতে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মার মতো নামি অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাকে সৌভাগ্য হিসেবেই দেখছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৫ জুন।
বাংলাদেশ সময়: ২৩:০১:৫২ ৩৯২ বার পঠিত