শনিবার, ৫ জুলাই ২০১৪
জার্মানির সেমিফাইনাল রেকর্ড
Home Page » খেলা » জার্মানির সেমিফাইনাল রেকর্ডবঙ্গনিউজ ডটকমঃ ফিফা ফুটবল বিশ্বকাপে অন্যরকম রেকর্ড গড়লো তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। শুক্রবার ফ্রান্সকে
১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়লো দলটি।
প্রথম কোনো দল হিসেবে নিজেদের গড়া ২০১০ সালের আসরে টানা হ্যাটট্রিক সেমিফাইনাল খেলার রেকর্ড ভাঙলো ইউরোপীয় জায়ান্টরা।
২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে সেমিফাইনাল উতরানো জার্মানি ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাস্ত হয়।
এরপর ২০০৬ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপেও সেমিফাইনাল খেলে জার্মানরা। সেবারের লড়াইয়ে ইতালির কাছে ২-০ গোলে হেরেছিল দলটি।
আর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল পোডলস্কি-ক্লোসা-মুলার-ওজিলদের জার্মানিকে।
এবারের আসরে সেমিফাইনালে জার্মানির সামনে স্বাগতিক ব্রাজিল। টানা চারবার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়া জার্মানি প্রথম সেমিফাইনালে উতরে গেলেও পরের দু’টিতে ব্যর্থ হয়, শেষটিতে শেষ হাসি হাসতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৮ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০:৩৮:২৯ ৪৩৫ বার পঠিত