শুক্রবার, ৪ জুলাই ২০১৪

তারেক-মিশুকের মামলা রায় যেকোনো দিন

Home Page » জাতীয় » তারেক-মিশুকের মামলা রায় যেকোনো দিন
শুক্রবার, ৪ জুলাই ২০১৪



images-1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক সিইও মিশুক মুনীরের মামলা উচ্চ আদালতে বদলি বিষয়ে যে কোন দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা পৃথক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা

 হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রায়ের জন্য অপেক্ষমান রাখেন

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২০১১ সালের ১৩ আগস্ট তারেক-মিশুকসহ পাঁচজন নিহত হন।

পরের বছর তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, তার ছেলে নিশাদ মাসুদ ও মা নুরুন্নাহার বেগম এবং মিশুক মুনীর বিষয়ে মঞ্জুলি কাজী ও সুহৃদ মুনীর মানিকগঞ্জ জেলা জজ ও মটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালে মটরযান অর্ডিনেন্সে দুটি মামলা করেন।

কিন্তু আশানুরুপ ফলাফল না পেয়ে সংবিধানের ১১০ ধারা অনুসারে মামলা দুটি উচ্চ আদালতে স্থানান্তর করতে পৃথক দুটি আবেদন করে বাদীরা।

ওই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১৩ সালের ৩ অক্টোবর রুল জারি করেন। বৃহস্পতিবার এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১:০৬:২৩   ৩২০ বার পঠিত