শুক্রবার, ৪ জুলাই ২০১৪
বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে
Home Page » প্রথমপাতা » বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশেবঙ্গ-নিউজ ডটকমঃ ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ২৫ জুলাই বাংলাদেশে আসবে। ২৫ ও ২৬ জুলাই এই দু’দিন বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে। আগামী বছর ১৪ ফ্রেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।
এ আসরে অংশগ্রহণকারী সবগুলো দেশে বিশ্বকাপ ট্রফিটি পরিদর্শন করবে। পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশে ট্রফিটি আসছে ২৫ জুলাই। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
চার মাসে ১২টি দেশ ভ্রমন করার পর ট্রফিটি ৬ নভেম্বর মূল আয়োজক দু’দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পৌছবে। মেলবোর্নে যাওয়ার পর ৬ নভেম্বর থেকে ১০০ দিনের ক্ষণগননা শুরু হবে।
আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন বলেন,‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রতিটি ক্রিকেটারের জন্যে একটি স্বপ্ন। আসন্ন বিশ্বকাপের আগে সকল দলকে এই ট্রফি দেখানো হবে। দুইটি সুন্দর দেশে এই আয়োজন হতে যাচ্ছে।’
বাংলাদেশে ট্রফি আসার আগে শ্রীলঙ্কা ৪-৬ জুলাই থাকবে। এরপর ভারত থাকবে ১৯-২৩ জুলাই (পাঁচ দিন)।
ট্রফি প্রসঙ্গে:
ট্রফিটি লম্বায় ৬০ সেন্টিমিটার, প্রায় ১১ কেজি। এটি তৈরি করা হয়েছে লন্ডনের গাররার্ড এন্ড কোম্পানিতে। এটাতে ব্যবহৃত হয়েছে রৌপ্য ও সোনা, মাঝখানে সোনালী পৃথিবী ও তিনটি রূপার স্তম্ব।
বাংলাদেশ সময়: ০:৪২:০৫ ৪৪৮ বার পঠিত