শুক্রবার, ৪ জুলাই ২০১৪

তাপসকে সংসদে যেতে মানা

Home Page » প্রথমপাতা » তাপসকে সংসদে যেতে মানা
শুক্রবার, ৪ জুলাই ২০১৪



tapos.jpg টুয়েল বঙ্গ-নিউজ ডটকমঃ জনসমাবেশে ধর্ষণের হুমকি দিয়ে সারাদেশে চরম সমালোচনার শিকার হয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল। ইতোমধ্যেই তার সাংসদ পদ খারিজ করার দাবি তোলা হয়েছে।

তবে এতো বড় শাস্তি না দিলেও মূলত দেশজুড়ে সমালোচনার কারণেই এবার তাপস পালকে সংসদে যেতে নিষেধ করেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দেপাধ্যায়। বৃহস্পতিবার তিনি তাপসকে এ নিষেধাঞ্জা দেন।

এদিকে সর্বদলীয় বৈঠকের পর তৃণমূলের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘তাপস নিঃশর্ত ক্ষমা চেয়েছে। সে ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে মিডিয়া ষড়যন্ত্র করেছে।’

তাপস পাল সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে- এ জন্য বৃহস্পতিবার তৃণমূলের নির্ধারিত এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল পুরো ভারত। মূলত তাপসের অশালীন বক্তব্য নিয়ে দেশজুড়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, মমতার এমন কথায় সে বিতর্কের অবসান ঘটাতে চাইছে তৃণমূল দল।

বাংলাদেশ সময়: ০:৩৯:১৬   ৩৯০ বার পঠিত