বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪
পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের গুলিবিদ্ধ লাশ
Home Page » সারাদেশ » পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের গুলিবিদ্ধ লাশবঙ্গ-নিউজ ডটকমঃ বাগেরহাট জেলার পুলিশ সুপার অফিসের নিরাপত্তা চৌকিতে কর্মরত পুলিশ সদস্য প্রলব সেনের (২০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিজের রাইফেলের গুলিতেই প্রলব আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, ট্রেনিং শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে চাকরিতে যোগদান করেন প্রলব সেন।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, বৃহস্পতিবার সকালে অফিস চলাকালে গেটে গুলির শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলব সেনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, প্রলব এদিন সকাল ৮ টায় ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব নেন। সকাল ১০ টায় অন্য সদস্যদের চৌকির দায়িত্ব বুঝে দেওয়ার কথা ছিল। চাকরিতে যোগদানের পর একবার সে পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের কারণে ১ মাস ২৩ দিন পর পুনঃরায় চাকরিতে যোগদন করেন তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
নিহত প্রলব সেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামের প্রদীপ সেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৫১ ৪০৩ বার পঠিত