বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪

চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের প্যারাসিটামল খাওয়ানো থেকে বিরত থাকুন

Home Page » এক্সক্লুসিভ » চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের প্যারাসিটামল খাওয়ানো থেকে বিরত থাকুন
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪



images.jpgবঙ্গ-নিউজঃ জ্বরের সর্বাপেক্ষা কার্যকরী ও সহজলভ্য ওষুধ হিসেবে সবারকাছেই গ্রহণযোগ্য ছিল প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই খুব চেনা ওষুধ প্যারাসিটামল।উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যাথা ও জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ১০ দিন বয়সি কিছু ইঁদুরের ওপর প্রয়োগ করেন। তারা দেখেন পরিণত বয়সে এই ইঁদুর গুলির ব্যবহারে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এমনকি ইঁদুর গুলির স্মৃতি শক্তিও হ্রাস পেয়েছে।

গবেষকরা দাবি করেছেন শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিনতি হওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এর প্রভাব সুদূরবিস্তারি হতে পারে। প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে এর প্রভাব। সামগ্রিকভাবে মানুষের ‘আইকিউ’ লেভেল কম হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন গবেষকরা।

বাংলাদেশ সময়: ১৩:১৬:২২   ৩৭৭ বার পঠিত