মঙ্গলবার, ১ জুলাই ২০১৪

সার্ক স্যাটেলাইট বানাতে চান মোদি

Home Page » আজকের সকল পত্রিকা » সার্ক স্যাটেলাইট বানাতে চান মোদি
মঙ্গলবার, ১ জুলাই ২০১৪



image_57369_0gif.jpgডেস্করিপোর্টঃভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আরও কাছাকাছি আসতে স্যাটেলাইট ব্যবহারের কথা ভাবছেন। এ জন্য তিনি দেশটির গবেষণা প্রতিষ্ঠান স্পেস কমিউনিটিকে একটি সার্ক স্যাটেলাইট নির্মাণের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটাতে মোদি এ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
টুইটারে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী এ তথ্য জানান। টুইটে তিনি লেখেন, ‘আজ স্পেস কমিউনিটিকে সার্ক স্যাটেলাইট নির্মাণের চ্যালেঞ্জ নিতে বলেছি। কেননা এটি প্রতিবেশি দেশগুলোর কাজে আসবে। ভারত সবসময় প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সখ্যতা বজায় রাখতে বদ্ধ পরিকর।’
মোদি আরও বলেন, স্পেস কমিউনিটি মানবতার সেবায় কাজ করবে। ক্ষমতা দেখিয়ে কাউকে বধ করার অভিপ্রায় সংগঠনটির নেই।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রধানমন্ত্রী মোদি দেশটির স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পিএসএলভি সি-২৩ রকেট উদ্বোধন প্রত্যক্ষ করেন। এটি ভারতের চতুর্থ বাণিজ্যিক রকেট। এতে খরচ হয়েছে ১০০ কেটি রুপি। কিন্তু পোলার স্যাটেলাইট যানের মধ্যে (পিএিসএলভি) এটি ২৭তম।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদি প্রথম ভারতীয় নেতা হিসাবে শপথ অনুষ্ঠানে সকল প্রতিবেশি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়ে চমক দেখান। তিনি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন শুরু থেকে।
সূত্র - ইকোনমিক টাইমস

বাংলাদেশ সময়: ১২:২১:৪৪   ৩৯৪ বার পঠিত