শুক্রবার, ২৭ জুন ২০১৪

অমীমাংসিত সব ইস্যু সমাধান করা হবে

Home Page » আজকের সকল পত্রিকা » অমীমাংসিত সব ইস্যু সমাধান করা হবে
শুক্রবার, ২৭ জুন ২০১৪



image_56439.jpgডেস্কনিউজঃ ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত সব ইস্যু সমাধানের ব্যাপারে আশ্বাস দিলেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রুপসী বাংলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত ‘ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন্স: এ ফ্রেমওয়ার্ক ফর কো-অপারেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশের উন্নয়ন ব্যতিরেকে ভারতের উন্নয়ন সম্ভব নয়। এ অঞ্চলের উন্নয়নের ব্যাপারে ভারতের ‘ভিশন’ আছে। উন্নয়নের জন্য জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। আমরা এই ম্যান্ডেট পূরণে বদ্ধ পরিকর।
তিনি তার বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন। এ সময় সুষমা স্বরাজ বাংলাদেশের জনগণকে আসন্ন রমজানের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, গওহর রিজভী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুষমা স্বরাজকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত মাসে সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো সদস্যের এটাই প্রথম বাংলাদেশ সফর। তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংও রয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:৫৭:২০   ৪৩২ বার পঠিত