বৃহস্পতিবার, ২৬ জুন ২০১৪

প্রধানমন্ত্রী-সুষমা রুদ্ধদ্বার বৈঠক

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী-সুষমা রুদ্ধদ্বার বৈঠক
বৃহস্পতিবার, ২৬ জুন ২০১৪



image_56246_0.jpgডেস্করিপোর্টঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে পৌনে ১২টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। এরমধ্যে কিছু সময় শেখ হাসিনা ও সুষমা স্বরাজ রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে সুষমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিমন্ত্রণপত্র প্রদান করেন।
বৈঠকে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জানা যায়, বৈঠকে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের নকশা প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন সুষমা স্বরাজ। এ ভবনটি নির্মাণের জন্য বিনামূল্যে জমি দিয়েছে ভারত। বাংলাদেশের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনদিনের সফরে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও সাক্ষাত করবেন।
শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকেরও কথা রয়েছে।
শেষ মুহূর্তে সুষমা স্বরাজের কর্মসূচিতে নতুন দু’টি বিষয় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক এবং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০৯   ৩২১ বার পঠিত